ইসরায়েলে তিনজন কানাডীয় নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। এছাড়াও আরও তিনজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। খবর আল জাজিরার।
মন্ত্রী মেলানিয়া জোলি বলেন, অটোয়ার হিসাব মতে ইসরায়েল, গাজা এবং পশ্চিম তীরের ৪৭০০ এরও বেশি কানাডিয়ান নাগরিক এবং স্থায়ী বাসিন্দা সরকারের কাছে নিবন্ধিত রয়েছে। তবে এদের মধ্যে কতজন দেশে ফিরতে চান তা তিনি জানাননি।
উল্লেখ্য, গত পাঁচদিন ধরে রক্তক্ষয়ী সংঘাত চলছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে। এতে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানি ঘটেছে।
কোন মন্তব্য নেই: