ফিলিস্তিনিদের দাবি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
বুধবার এক বিবৃতিতে জাসদ নেতারা অবিলম্বে ফিলিস্তিন-ইসরায়েল মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ বন্ধ এবং ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত দাবি মানতে ইসরায়েলকে বাধ্য করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, জাতিসংঘের সিদ্ধান্তকে বছরের পর বছর বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগ্রাসী, সম্প্রসারণবাদী, দখলদার, ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের দেশগুলোর নির্লজ্জ সমর্থন, মানবাধিকার, গণতন্ত্র, শান্তি নিয়ে তাদের দ্বৈতনীতির বহিঃপ্রকাশ।
তারা আরও বলেন, কেবলমাত্র ফিলিস্তিনিদের দখলকৃত ভূমি ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেওয়া বা ইসরায়েলের দখল থেকে ফিলিস্তিনিদের ভুমি পুনরুদ্ধারের মধ্য দিয়ে ফিলিস্তিন-ইসরায়েল বিরোধের ন্যায়সঙ্গত সমাধান সম্ভব।
দলগতভাবে জাসদ বরাবরের মতোই ফিলিস্তিনিদের ভূমি থেকে ইসরায়েলিদের সরিয়ে দিয়ে বা বিতাড়িত করে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সবধরনের সংগ্রামের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করছে।
কোন মন্তব্য নেই: