ছবি : আফগানিস্তান ক্রিকেট বোর্ড |
একটা সময় বাংলাদেশ জিতলে মিছিল বের হতো। এখনও বাংলাদেশের খেলা হলে নানা জায়গায় বড় পর্দায় ম্যাচ দেখানো হয়। জিতে গেলে উল্লাসে ফেটে পড়ে ভক্তরা। আফগানিস্তানের সাধারণ জনগণের অবস্থা এখন বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারবেন বাংলার মানুষরা। যুদ্ধবিধ্বস্ত আফগানে যে এখন চলছে খুশির ঢেউ।টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপেরই অন্যতম বড় অঘটন এটি। যদিও, আফগানরা ব্যাটে-বলে আধিপত্য বিস্তার করে ম্যাচ নিজেদের করে নিয়েছে। তবু, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বলে কথা। যাদের ঝুলিতে ছয়টি বিশ্বকাপ ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাদের হারানো চাট্টিখানি কথা নয়।
আফগানদের এমন জয়ের পর ওয়াসিম জাফর সবাইকে আহ্বান করেছেন, এটিকে অঘটন না বলতে। এতে বরং দলটিকে অসম্মান করা হয়। নিজের এক্স অ্যাকাউন্টে জাফর বলেন, ‘এই জয়কে অঘটন বলে আফগানিস্তানকে অসম্মান করবেন না। নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। তারা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে। যা হয়েছে, সেটি উদযাপন করা উচিত।’
কোন মন্তব্য নেই: