Music

Header Ads

Header ADS

Custom Widget

test

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে 'কানাডা'

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে 'কানাডা'!!

 ০৯ অক্টোবর ২০২৩

কানাডা ক্রিকেট - ছবি সংরক্ষণ : জাগো নিউজ
ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে একাধিকবার খেলেছে কানাডা। একবার বা দুইবার নয়, চারবার। কিন্তু টি-২০ বিশ্বকাপে এখনো খেলা হয়নি দেশটির। সেই অপূর্ণতা এবার পূর্ণতা পেতে যাচ্ছে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা। আইসিসি মেন্স টি-২০ বিশ্বকাপে আমেরিকান অঞ্চলের ফাইনাল খেলায় বারমুডাকে হারিয়ে তারা প্রথমবারের মতো এ যোগ্যতা অর্জন করেছে।

কানাডা ও বারমুডা- উভয় দলের সামনে বিশ্বকাপের টিকিট পাওয়ার হাতছানি ছিল। সুযোগটা বারমুডার সামনে বেশি ছিল। কেননা পয়েন্ট টেবিলে তারা এগিয়ে ছিল। বৃষ্টিতে ম্যাচটি বাতিল হলে কানাডাকে কাঁদিয়ে তারাই টিকিট পেতো। কিন্তু বৃষ্টিতে ম্যাচের পরিধি কমলেও বাতিল হয়নি। ১৮ ওভারের ম্যাচে কানাডা আগে ব্যাট করে ৪ উইকেটে ১৩২ রান করে। বারমুডা ৯৩ রানে অল আউট হয়।

দুর্ভাগ্য বারমুডার। ম্যাচ হারলেও কানাডার সমান পয়েন্ট ছিল তাদের। উভয় দলের পয়েন্ট সমান হলেও রান গড়ে কানাডা এগিয়ে থাকায় তারা বিশ্বকাপে খেলার সুযোগ পায়। আগামী টি-২০ বিশ্বকাপের যুগ্ম আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

কোন মন্তব্য নেই:

Beauty

3/Beauty/post-per-tag
Blogger দ্বারা পরিচালিত.