Music

Header Ads

Header ADS

Custom Widget

test

বড় হারের ম্যাচে জরিমানাও গুনলো শ্রীলঙ্কা !!

বড় হারের ম্যাচে জরিমানাও গুনলো শ্রীলঙ্কা !!
০৯ অক্টোবর ২০২৩ ইং, ২৩শে আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি।
ছবি সংগ্রহ : এএফপি

শ্রীলঙ্কার বিশ্বকাপ শুরু হয়েছে বড় হার দিয়ে। গত শনিবার দিল্লিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করতে পাঠিয়ে ৪২৮ রান হজম করে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে তিনটি ভালো ইনিংসের সুবাদে তিন শ পার করে ফেললেও শেষ পর্যন্ত ১০২ রানে হারে দাসুন শানাকার দল।

বড় হারের ম্যাচে এবার আর্থিক জরিমানাও হয়েছে শ্রীলঙ্কার। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় দলটির ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করেছেন রেফারি। এবারের বিশ্বকাপে এটিই স্লো–ওভার রেটের কারণে প্রথম জরিমানা।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার অরুন জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কা নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি। নির্দিষ্ট সময়ের মধ্যে দুই ওভার পিছিয়ে থাকায় খেলোয়াড় ও খেলোয়াড়–সহায়ক ব্যক্তিদের জন্য প্রণীত আচরণবিধির ২.২২ ধারা অনুসারে ওভারপ্রতি ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে। মাঠের দুই আম্পায়ার শরফউদ্দৌলা শহীদ সৈকত ও রিচার্ড ইলিংওয়ার্থ বিষয়টি জানানোর পর ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ জরিমানা আরোপ করেন। শ্রীলঙ্কা অধিনায়ক শানাকা তা মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।

সে দিন দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা ম্যাচে দুই দল মিলিয়ে মোট ১০৫ বাউন্ডারি মারে, যা ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ। এর মধ্যে শ্রীলঙ্কার বোলিং থেকে প্রোটিয়া ব্যাটসম্যানরা মোট ৫৯টি বাউন্ডারি তুলে নেন। বেশি বেশি বাউন্ডারি এবং বোলাররা প্রচুর রান দেওয়ায় বোলিং পরিকল্পনায় শ্রীলঙ্কা বেশি সময় নিয়েছে এবং তাতে দেরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

Beauty

3/Beauty/post-per-tag
Blogger দ্বারা পরিচালিত.