Music

Header Ads

Header ADS

Custom Widget

test

ভারত ম্যাচের আগে আফ্রিদির গতি নিয়ে সবার যে দুশ্চিন্তা


কী হলো শাহিন শাহ আফ্রিদির? যাঁকে ঘিরেই আবর্তিত হয় পাকিস্তানের বোলিং আক্রমণ, সেই আফ্রিদিই বিশ্বকাপের প্রথম ২ ম্যাচে নিষ্প্রভ। বল করছেন ঘণ্টায় মাত্র ৮০-৮১ মাইল গতিতে।

আফ্রিদির ২ ম্যাচ খারাপ যেতেই পারে। তবে বল হাতে তিনি যে গতির ঝড় তুলতে পারছেন না, সেটা নিয়ে উদ্বিগ্ন ক্রিকেট বিশ্লেষকেরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা থেকে শুরু করে শোয়েব মালিক, ওয়াকার ইউনিস—সবাই আফ্রিদির ফর্ম নিয়ে প্রশ্ন তুলছেন।



চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ২ ম্যাচে ২ উইকেট নিয়েছেন আফ্রিদি। তুলনামূলক সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেওয়া আফ্রিদি শ্রীলঙ্কার বিপক্ষে ৯ ওভারে খরচ করেছেন ৬৬ রান। শ্রীলঙ্কা ম্যাচের সময় ধারাভাষ্যকক্ষে আফ্রিদির বোলিং নিয়ে রমিজ বলেছিলেন, ‘শাহিনের (আফ্রিদি) আঙুলে চোট আছে, সে ব্যথা নিয়েই বোলিং করছে।’

##

পাকিস্তানের এক টেলিভিশন অনুষ্ঠানে আফ্রিদিকে নিয়ে কথা বলেছেন মালিক। আফ্রিদির বলের গতি কমে আসা পাকিস্তানের ক্রিকেটের জন্য ভালো কিছু নয় বলে মন্তব্য করেছেন এ অলরাউন্ডার, ‘এটা পাকিস্তানের জন্য অনেক বড় দুশ্চিন্তার জায়গা, যেহেতু বড় দলগুলোর বিপক্ষে নতুন বলে শাহিনের উইকেট নেওয়া আমাদের অনেক এগিয়ে দেয়। ওর ফিজিওর সঙ্গে বসা উচিত, কেন শাহিন ওর গড় গতিতেও বল করছে না, তা নিয়ে কাজ করা উচিত। জানি, শাহিন চোট থেকে ফিরেছে, কিন্তু ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারছে না। যেখানে আগে প্রথম বলটাই করত ১৪৫ কিলোমিটার গতিতে।’



পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনিস মনে করেন, নিজের সমস্যা নিয়ে বোলিং কোচ মরনে মর্কেলের সঙ্গে বসবেন আফ্রিদি। এই পেসারকে নিয়ে স্টার স্পোর্টসে তিনি বলেছেন, ‘পাকিস্তান তখনই সফলতা পেয়েছে, যখন শুরুর দিকে শাহিন উইকেট নিতে পেরেছে। ও অনেকবার করে দেখিয়েছে, সামর্থ্য আছে। তবে এ মুহূর্তে ওকে অনেক বেশি ভুগতে হচ্ছে। প্যাডে বোলিং করা, আউটসাইড স্ট্যাম্পে বোলিং করা, ওভার দ্য উইকেট, রাউন্ড দ্য উইকেট—কোনো কিছুই ওর কাজে আসছে না। আমি নিশ্চিত, মরনে মর্কেলের সঙ্গে ও এ বিষয় নিয়ে বসবে।’

####


কোন মন্তব্য নেই:

Beauty

3/Beauty/post-per-tag
Blogger দ্বারা পরিচালিত.