Music

Header Ads

Header ADS

Custom Widget

test

গুলশানে পানির দাম তিনগুণ বাড়ানোর পরামর্শ স্থানীয় সরকারমন্ত্রীর

গুলশানে পানির দাম তিনগুণ বাড়ানোর পরামর্শ স্থানীয় সরকারমন্ত্রী

০৮ অক্টোবর ২০২৩, ২৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে রবিউল আওয়াল ১৪৪৫ হিজরি, রবিবার । 


ফাইল ফুটেজ (সংরক্ষণ : জাগোনিউজ২৪.কম)

অঞ্চলভেদে গুলশানে এক হাজার লিটার পানি পঞ্চাশ টাকা নির্ধারণ করতে ওয়াসাকে পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা ওয়াসার ২০২৩-২৪ আর্থিক বছরের ডেব্ট সার্ভিস লায়াবিলিটিস বা ডিএসএল চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন তিনি।

এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, সম্মানিত অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ উল আলম এবং সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।

মন্ত্রী বলেন, আমরা যদি প্রতিটি প্রতিষ্ঠানকে স্বনির্ভর করতে না পারি, দায়বদ্ধতা যদি অন্য কারও ঘাড়ে চাপিয়ে দিতে হয়, তখনই সমস্যা দেখা দেয়। তখনই লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এটা অনেক চ্যালেঞ্জিং। ঢাকা শহরের বাসিন্দাদের সেবা দিতে ঢাকা ওয়াসা ঋণ নিয়েছে। এখন সেখানে পানির গুণগত মান ঠিক থাকতে হবে। দামও যৌক্তিক হতে হবে। কিন্তু আমরা সবসময় ভর্তুকির কথা বলি।

তিনি বলেন, আমি সচেতনভাবেই বলছি, সাবসিডিয়ারি কুড নট বি রাইট প্রসেস (ভর্তুকি সঠিক প্রক্রিয়া হতে পারে না)। সরকার ভর্তুকি কেন দেবে? সরকার তো সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে রাজস্ব সংগ্রহ করছে। এখন যদি ভর্তুকি দিয়ে ফেলি, তাহলে লক্ষ্যে পৌঁছাতে আমাদের যে আরও অনেক প্রকল্প নেওয়া দরকার, আরও অনেক কাজ করা দরকার, অনেক মানুষের জীবনকে সুখ-শান্তিতে পরিপূর্ণ করে দেওয়া দরকার, সেটা করতে পারবো না।

‘ত্রিশ টাকা দিয়ে এক বোতল পানি খাই, কিন্তু যখনই ওয়াশার দাম দেওয়ার কথা আসবে, তখন এক হাজার লিটারের দাম ১৫-২০ টাকা দিতে পারবো না। এ বিষয়ে আমি একমত না। আপনি তো দশ টাকা দিয়ে পানি কিনে খেয়ে ফেলেন। এখন যদি বলেন, সবাই তো খায় না। কিন্তু সর্বোচ্চ সংখ্যক মানুষ টাকা দিয়ে পানি কেনে, না হলে এতগুলো পানি ইন্ডাস্ট্রি কীভাবে চলে? প্রতিদিন দেখি, কাভার্ড ভ্যানে করে লাখ লাখ বোতল পানি যাচ্ছে বিভিন্ন জায়গায়।’

#######

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, গ্যাসের, বিদ্যুতের, হোল্ডিংসহ যে কোনো কর রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য দরকার। সারা দুনিয়ায় এটা প্রয়োগ করা হয়। যেসব দেশ বেশি রাজস্ব আদায় করতে পারছে, সেসব দেশ বেশি উন্নতি করতে পারছে। ইন্টারনাল রিসোর্স মবিলাইজেশন কী করে হবে? আমি যদি অভ্যন্তরীণ সম্পদ তুলতে না পারি, তাহলে মবিলাইজেশন কী করে করবো?

‘আমি বলছি, অঞ্চল ভাগ করে গুলশানে এক হাজার লিটার পানি পঞ্চাশ টাকা করে দেন। আমি গুলশানে থাকি, আমরা পঞ্চাশ টাকা করে দেবো। এক হাজার লিটার পানি পঞ্চাশ টাকা হবে, এটা বেশি কিছু না। আপনারা বেশি করে আয় করেন, আর যাত্রাবাড়ীতে, যেখানে নিম্ন আয়ের মানুষ থাকেন, সেখানে কমিয়ে দেন। আমাদের ওয়াশার এমডি এ নিয়ে সেমিনারও করেছেন।’

তাজুল ইসলাম দাবি করেন, ঢাকা শহরের ষাট শতাংশ মানুষ পানি পেতো না, এখন শতভাগ মানুষ পানি পাচ্ছে। তাহলে সেই কথা স্বীকার করবেন না? শতভাগ বিদ্যুতায়ন সারা বাংলাদেশে হয়েছে, সেটা বলবো না? আজ গ্রামগঞ্জে যোগাযোগের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আজ কোনখাতে উন্নয়ন হয়নি?

ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পের জন্য সরকারের কাছ থেকে গৃহীত ঋণ পরিশোধের এ উদাহরণকে প্রতিষ্ঠানটির সক্ষমতার দৃষ্টান্ত হিসাবে তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান স্বনির্ভর হিসেবে গড়ে তোলা গেলে আমাদের জাতীয় উন্নতির লক্ষ্যমাত্রায় পৌঁছানো সহজ হবে।

কোন মন্তব্য নেই:

Beauty

3/Beauty/post-per-tag
Blogger দ্বারা পরিচালিত.